April 18, 2024, 12:27 pm

পিজিসিবি’র মুনাফা ১২৩ কোটি টাকা 

যমুনা নিউজ বিডিঃ  ২০২১-২২ অর্থবছরে ১২৩ কোটি টাকা মুনাফা করেছে পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। প্রতিষ্ঠানটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শনিবার অনুষ্ঠিত পিজিসিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়। গত দু’বছরের মতো এবারও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন পিজিসিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ২০২১-২০২২ অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন।

সভায় জানানো হয়, আলোচ্য ২০২১-২০২২ অর্থবছরে পিজিসিবি টাকা ১২২.৯২ কোটি করপরবর্তী মুনাফা করেছে। আগের অর্থবছরে (২০২০-২১) টাকা ৩২০.৮১ কোটি করপরবর্তী মুনাফা হয়েছিলো। এবার কোভিড পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে। এতে কোম্পানির আয় তুলনামূলক কমেছে। এজিএম-এ কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ব্যতীত অন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD