April 25, 2024, 1:17 am

কোর্টে নামার আগেই বিদায় নিলেন টেনিসের ‘ব্যাডবয়’ কিরগিওস

যমুনা নিউজ বিডিঃ হাঁটুর চোট নিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নিক কিরগিওস। এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেবার তালিকায় আরও এক তারকা যুক্ত হলেন।

কোর্টে না নেমেই বিদায় নেওয়ায় টেনিসের ব্যাডবয় হিসেবে পরিচিত কিরগিওস সমর্থকদের হতাশ করেছেন। মেজাজী খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের কাছে বিপদজনক এক খেলোয়াড় হয়ে উঠলেও কিরগিওস অস্ট্রেলিয়ানদের কাছে দারুন জনপ্রিয়। ক্যারিয়ারে একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন। গত বছর উইম্বলডন ফাইনালে অবশ্য তিনি শেষ পর্যন্ত নোভাক জকোভিচের কাছে জিততে পারেননি। ঘরের আসর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হবার আগে সংবাদ সম্মেলনে কিরগিওস হাঁটুর চোটের কথা জানিয়ে বলেন, ‘বিষয়টি অবশ্যই হতাশাজনক।’

ইনজুরির কারণে বিশে^র ১ নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ, প্রথম সন্তান ভুমিষ্ঠ হওয়া আগে দুইবারের বিজয়ী নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD