September 16, 2024, 10:34 pm
যমুনা নিউজ বিডিঃ ৩০ বছর পলাতক থাকার পর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ইতালির মাফিয়া বস মাত্তেও মেসিনা দেনারোকে সিসিলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিলির রাজধানী পালেরমো একটি প্রাইভেট ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্তেও মেসিনা ইতালির কুখ্যাত মাফিয়া গ্রুপ কোসা নস্ত্রা’র বস হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করতে কাজ করেছে ইতালির সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য।
গ্রেপ্তারের পর কুখ্যাত এই মাফিয়া বসকে কড়া নিরাপত্তায় একটি গোপন জায়গায় নিয়ে রাখা হয়।
মাত্তেও মেসিনা দেনারোর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, অপহরণ, নির্যাতন ও রোমে ভয়ানক বোমা হামলার অভিযোগ রয়েছে।
২০০২ সালে এই মাফিয়া বসকে কয়েকটি হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এতদিন তিনি পলাতক ছিলেন।