September 8, 2024, 6:19 am
শুক্রবার চট্টগ্রামের সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ লো-স্কোরিং ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও মাত্র ৩ বল বাকি থাকতে হেরে গেল রংপুর খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সকে ৪ উইকেটের ব্যবধানে পরাজিত করেছে রংপুর টাইগার্স। খুলনার দেওয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন শোয়েব মালিক। খুলনার হয়ে ২ উইকেট শিকার করেছেন ওয়াহাব রিয়াজ।
খুলনার দেওয়া স্বল্প পুঁজির লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রনি তালুকদারকে হারায় রংপুর। এরপর সাইম আয়ুব এবং শেখ মেহেদীও দ্রুত আউট হলে চাপে পড়ে রংপুর দল। তবে সে চাপকে সামলে নেন নাইম শেখ এবং শোয়েব মালিক। যদিও ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি নাইম, ফিরে গেছেন ২১ রান করে।
এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথেই রেখেছিলেন মালিক। তবে অধিনায়ক সোহানের দ্রুত বিদায়ে আবারো হারের শঙ্কায় পড়ে রংপুর। যদিও শেষ দিকে শামীম পাটোয়ারীর ৩ চারে ম্যাচে ফেরে সোহানের দল। মালিক ব্যক্তিগত ৪৪ রান করে বিদায় নিলেও শামীম শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে আজম খানের ৩৪, ইয়াসির রাব্বির ২৫ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ২২ রানে ভর করে ১৩০ রানের স্বল্প পুঁজি দাঁড় করায় খুলনা। এদিনও ব্যাট হাতে রান পাননি তামিম ইকবাল।