September 18, 2024, 3:07 pm

বগুড়ায় আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ  সহকারী বেঞ্চ অফিসার থেকে ১০ জনকে হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে তাদের পদোন্নতি দিয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ১০ জন হলেন মো. শহিদুল ইসলাম, মো. হক, মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, সহকারী বেঞ্চ অফিসার মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭- এর -৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD