October 6, 2024, 12:15 am
যমুনা নিউজ বিডি: কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আড়াই বছর পর তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর প্রচার সম্পাদক আতাউর রহমান।
তিনি বলেন, গোলাম পরওয়ার কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকেই কারাগারে আটক ছিলেন তিনি।