June 3, 2023, 3:06 pm
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয় ভোট। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।