June 4, 2023, 5:30 pm
মোকামতলা প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ৩৮ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় ঢাকাগামী পৃথক দুটি পরিবহন তল্লাশী করে পুলিশ। এ সময় ৩০ বোতল ফেন্সিডিলসহ গত মঙ্গলবার একজনকে আটক করা হয়। সে দিনাজপুরের নবাবগঞ্জ থানার বাজিতপুর গ্রামের আবু তাহের (৩২)।
এছাড়াও বুধবার দুপুরে ফেন্সিডিল বিক্রির সময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ থানার টেপাগাড়ী গ্রামের নান্নু মিয়া (৩২)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, এ ব্যাপারে থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।