October 13, 2024, 12:52 am
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা পূর্ণগঠন করা হয়েছে। মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ভোরের কাগজ) কে সভাপতি ইউনুছ উদ্দীন (দৈনিক মুক্তবার্তা) কে সাধারণ সম্পাদক ও আল আমিন মন্ডল (দৈনিক ইনকিলাব) কে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (০২জানুয়ারী/২৩) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম (দৈনিক মহাস্থান) ও মুন্জুরুল ইসলাম মুন্জু (দৈনিক খবরপত্র), সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো (দৈনিক জনতার মঞ্চ), অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব (দৈনিক মুক্তবার্তা), দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা), শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. প্রভাষক শফিকুল ইসলাম শফিক (১) (দৈনিক সকলের খবর), মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি (দৈনিক ভোরের চেতনা), নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা (দৈনিক মহাস্থান), আশরাফুল ইসলাম রতন (দৈনিক ভোরের পাতা), মুহাঃ বাদল চৌধুরী, (ডেইলী ফিন্যালসিয়াল এক্সপ্রেস), এসএম আবু সাঈদ (দীপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠ), মমিনুর রশীদ শাইন (যমুনা নিউজ ডটকম), শফিকুল ইসলাম শফিক (২) (দৈনিক মানবজমিন), আমিনুর ইসলাম (দৈনিক কালবেলা), রফিকুল আলম (দৈনিক করতোয়া), আনারুল ইসলাম লিটন (এশিয়ান টিভি), আজিজুল হক (দৈনিক ভোরের কাগজ), জাকির হোসেন (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), মতিউর রহমান মতি (দৈনিক মুক্ত সকাল), ইসমত আরা জাহান সিমা (সোনাতলা সংবাদ ডটকম), আব্দুল হান্ন্নান (দৈনিক বগুড়া), আইয়ুব আলী (দৈনিক কালেরকন্ঠ), গোলাম ফারুক (দৈনিক করতোয়া), আব্দুল লতিফ (দৈনিক বগুড়া), আমিনুল আকন্দ (দৈনিক প্রভাতের আলো), এনামুল হক (দৈনিক উত্তরকোণ), ফিরোজ কামাল ফারুক (দৈনিক কালেরকন্ঠ), আবুল কালাম আজাদ বাবু (গাবতলী সংবাদ ডটকম), সুব্রত কুমার ঘোষ (দৈনিক চাঁদনী বাজার), খন্দকার আতিকুর রহমান আতিক (দৈনিক সাতমাথা), গোলজার হোসেন মিটু (দৈনিক বগুড়া), রেজাউল করিম রেজা (দৈনিক সোনালী খবর), মাফরোজা খানম সাথী (গণমুখের কন্ঠ ডটকম), হারুন অর রশিদ (দৈনিক বগুড়া), গিরেন চন্দ্র (দৈনিক আমার সুন্দর দেশ), সাখাওয়াত হোসেন (দৈনিক মুক্তজমিন)। উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্ণগঠন করা হয়।