September 8, 2024, 7:25 am

কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

যমুনা নিউজ বিডিঃ কারা অধিদপ্তরের পাঁচ উপমহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে বদলি করা হয়েছে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে এই পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD