September 7, 2024, 3:15 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

যমুনা নিউজ বিডিঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬৩ হাজার ইয়াবা এবং বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৬২ হাজার ৯৩০টি ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD