September 16, 2024, 10:56 pm
ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিকাশ ব্যবসায়ীকে রাস্তায় পথরোধ করে ছিনতাইকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার রাত ১১টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আটককৃতরা হলো বগুড়ার শেরপুর থানাধীন নওদাপাড়া এলাকার নুরু শেখের ছেলে আকাশ ইসলাম খলিল (১৯), রহমতপুর এলাকার নজরুল ইসলামের ছেলে শামীম তানভির (২২) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন লাঙ্গল মোড়া উত্তরপাড়া এলাকার আমিরুল ইসলামের আশি হাসান মুন্না (১৯)। জানা গেছে, মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি উত্তরপাড়া এলাকার মজনু আলম (২৮) মথুরাপুর বাজারে বিকাশ ও মোবাইল ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে মজনু ও তার সহযোগি ফিরোজ (৪৫) বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাশিয়াহাটা ঈদগাহ মাঠে পৌছালে ৪/৫ জন ব্যক্তি তাদের পথরোধ করে। এসময় বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে মোবাইলফোন, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় তাদের চিৎকারের স্থানীয় জনতা ছুটে এসে ২ জনকে আটক করলেও আরেক জন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আরো ১ জনকে আটক করে। এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান বলেন, বিকাশ ব্যবসায়ীর মালামাল ছিনতাইকালে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে। এঘটনায় ওই ব্যবসায়ী মামলা দায়ের করলে আটককৃত ৩ জনকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাইকারী দলের সদস্য বলে জানা গেছে।