April 26, 2024, 4:51 am

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন ড. কামাল উদ্দিন

যমুনা নিউজ বিডিঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার তাকে ওই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

মানবাধিকার কমিশনের শীর্ষ পদে নাসিমা বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন কামাল উদ্দিন আহমেদ। এই পদে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

সেইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক সদস্য এবং আরও পাঁচজন অবৈতনিক সদস্যও নিয়োগ পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনে।

সার্বক্ষণিক সদস্য হিসেবে আসছেন সাবেক সচিব মো. সেলিম রেজা। আর অবৈতনিক পাঁচ সদস্যা হলেন- সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ অনুযায়ী তাদের এ পদে নিয়োগ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD