April 16, 2024, 8:22 pm

নয়াপল্টন থেকে মির্জা ফখরুলকে ফিরিয়ে দিয়েছে পুলিশ

যমুনা নিউজ বিডিঃ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে নয়াপল্টনের নাইটিংগেল মোড় দিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসেন মির্জা ফখরুল।

তবে, পুলিশ তার গাড়িটি নাইটিংগেল মোড়েই সেখানেই আটকে দেয় এবং বিএনপি কার্যালয়ের দিকে যেতে বাধা দেয়।

এ সময় মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’

এর উত্তরে পুলিশ সদস্যদের তিনি বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’

এ ঘটনার পরে মির্জা ফখরুল বলেন, ‘আমি গাড়ি নিয়ে নয়াপল্টনে আমাদের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে একজন পুলিশ কর্মকর্তা আমার গাড়ি আটকে দেন। তিনি বলেন, “এখানে অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, এখানে আমাদের ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দিতে পারব না।” তখন আমি তাকে বলেছি, আমি তো দলের মহাসচিব, আমিও যেতে পারব না। তিনি আমাকে বললেন, “না আপনাকেও যেতে দিতে পারব না। কাউকেই যেতে দিতে পারব না। আমার এখতিয়ারে নেই।”‘

তিনি আরও বলেন, ‘তার কাছে আমি জানতে চাই যে কেন যেতে পারব না। তিনি আমাকে জানালেন, কেন কাউকে যেতে দিতে পারবে না সেটা তার জানা নেই।’

এর আগে গতকাল বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ ঘটনায় বিএনপির ১ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD