June 3, 2023, 8:23 am
যমুনা নিউজ বিডিঃ রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় হাজিরা দিয়ে আদালত ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা হাজিরা দিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।
২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলা দুটি করা হয়।