September 20, 2024, 5:44 pm
যমুনা নিউজ বিডিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় মোনাজাত করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।