October 13, 2024, 1:23 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১১৫ বোতল ফেন্সিডিলসহ দবির উদ্দিন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত চারটার দিকে শেরপুর উপজেলার বাজার চামড়া গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দবির জয়পুরহাটের পাঁচবিবির দক্ষিণ রামভদ্র এলাকার রোস্তম আলীর ছেলে। র্যাবের দাবি, গ্রেফতারকৃত দবির শীর্ষ মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দবির দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়াসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।