June 4, 2023, 5:16 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হযরত আলী। আনারস প্রতীকী নির্বাচনে অংশ নিয়ে ৬ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন মো. দুলাল হোসেন।
এর আগে, বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কঠোর নিরাপত্তার কারণে নির্বাচনে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আশেকপুর ইউনিয়নে ১২টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনে হযরত আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আনোয়ারুজ্জামান। তিনি চশমা প্রতীকে ৩ হাজার ৭২৩ ভোট পান।