June 4, 2023, 7:12 am
বগুড়া সারিয়াকান্দিতে ফ্রি মেডিক্যাল ও আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সরকারি আব্দুল মান্নান মহিলা কলেজে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা।
ক্যাম্পের উদ্বোধন উপলক্ষ্যে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু। মেয়র মতিউর রহমান মতির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, অধ্যক্ষ শাহ আলম লতা প্রমুখ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চক্ষু এবং মেডিসিন বিষয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সামির হোসেন, ডা. খন্দকার নাহিদ নজিব এবং ডা. আব্দুল্লাহ আল মাহাবুব।
চিকিৎসা পরামর্শ শেষে রোগীদের বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল হতেই শতশত রোগী সমবেত হতে দেখা যায়। রোগীদের সহযোগীতায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে সারিয়াকান্দি মানবকল্যান ফাউন্ডেশন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছে ওয়ান ফার্মা লিমিটেড।-খবর বিজ্ঞপ্তী