September 8, 2024, 6:40 am

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

যমুনা নিউজ বিডিঃ আজ শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এজন্য প্রস্তত করা হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার জন্য পূর্বের নির্ধারিত মাঠটি।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে এই সম্মেলন ঘিরে। সবশেষ প্রস্তুতি দেখতে শুক্রবার সমাবেশস্থলে যান ঢাকা জেলার নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসমাগম কাকে বলে আজ থেকে বুঝবে বিএনপি। নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD