June 3, 2023, 3:11 pm

বগুড়া থেকে রংপুরে বাস চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার :  বগুড়া থেকে রংপুরে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।  শুক্রবার সকাল থেকে এই পরিবহন বন্ধ রয়েছে। পরিবহন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি বলেন, শুধু রংপুর বিভাগে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। যেহেতু তারা ধর্মঘট ডেকেছেন, এমন অবস্থায় গাড়ি আমরা পাঠাতে পারি না। এ জন্য সকাল থেকে কোনো বাস রংপুরে যায়নি। অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা ধর্মঘট ডাকিনি। তবে রংপুর থেকে বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা তাদের কথা মেনে বন্ধ রেখেছি। এটা যদি আমাদের ধর্মঘট হতো, তাহলে তারা আমাদের কথা রাখতো।

এ পরিবহন নেতা জানান, বগুড়া থেকে রংপুর বিভাগে প্রায় ১৫০ থেকে ২০০ টি বাস চলাচল করে। আর সারাদিন দেশের বিভিন্ন জেলার অন্তত দুই হাজার বাস বগুড়া হয়ে রংপুর বিভাগে যায়।

শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশ হওয়ার কথা। এ সমাবেশের আগে রংপুরে পরিবহন ধর্মঘট ডাকা হয়। এর ধারাবাহিকতায় বগুড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD