September 8, 2024, 7:12 am

ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা পুতিনের

যমুনা নিউজ বিডিঃ আংশিকভাবে রুশ-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে মস্কো-সংযুক্তকরণ গণভোটের পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার চারটি ‘নতুন অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিনে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, অঞ্চলগুলোকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা ছিল ‘লাখো মানুষের আকাঙ্ক্ষা’।

তার এ মন্তব্য উপস্থিত দর্শকদের দারুণভাবে উচ্ছ্বসিত করে এবং তারা করতালি দিয়ে একে স্বাগত জানান, যাদের মাঝে ইউক্রেনীয় ওই চারটি অঞ্চলের মস্কো-প্রতিষ্ঠিত নেতারাও অন্তর্ভুক্ত ছিলেন।

এদিকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা বলেছে যে, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে সংযুক্তিকরণ ভোট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ফলাফলগুলোকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে তারা।

তবে মস্কো বলেছে, ভোটের ফলাফল দেখিয়ে দিয়েছে যে, এই অঞ্চলগুলোর বাসিন্দারা রাশিয়ায় যোগদানের পক্ষেই ছিল।

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে এই চার অঞ্চলে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়।

তাতে খেরসনে পড়া ভোটের ৮৭ দশমিক ০৫ শতাংশই স্বাধীনতা এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির রুশপন্থি প্রশাসনের কর্মকর্তারা।

জাপোরিঝিয়াতেও মোট ভোটারের ৯৩ দশমিক ২৩ শতাংশ স্বাধীনতা ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে অবস্থান নেন।

আর দোনেৎস্ক পিপলস রিপবালিকে ও লুহানস্ক পিপলস রিপাবলিকে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ ও ৯৮ দশমিক ৪২ শতাংশ।
তথ্যসূত্র : রয়টার্স ও আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD