March 29, 2024, 1:44 am

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৬ সেনা সদস্যের

যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের খোস্তের শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এদিকে আইএসপিআর’র বিবৃতিতে জানানো হয়, ফ্লাইং মিশনের সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ছয়জনের মধ্যে দু’জন পাইলটও ছিলেন।

নিহত দুই মেজর হলেন- অ্যাটকের বাসিন্দা মেজর খুররম শাহজাদ (৩৯), রাওয়ালপিন্ডির বাসিন্দা মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)।

নিহত অন্য চারজন হলেন- কারাকের সাবির আবাদ গ্রামের বাসিন্দা সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), খানেওয়ালের মখদুমপুরের বাসিন্দা সিপাহী মুহাম্মদ ইমরান (২৭),গুজরাটের ভুট্টা গ্রামের বাসিন্দা নায়েক জলিল (৩০) এবং অ্যাটকের খাতারফট্টি গ্রামের বাসিন্দা সিপাহী শোয়েব (৩৫)।

এর আগে, এ বছরের আগস্ট মাসেও পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সে সময়ও ছয়জন নিহত হন। তবে দুর্ঘটনার আগে ওই হেলিকপ্টারটি একদিন নিখোঁজ ছিল।

সে সময় আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD