March 27, 2023, 11:51 pm
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ইমাম হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্যাহ ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর জানান, বুধবার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ঢাকা থেকে নঁওগাগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালয়ে ১৪ কেজি গাঁজাসহ এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক কেনাবেচা করে আসছিলো।
তিনি জানান, ইমাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।