April 20, 2024, 6:45 am

বগুড়া জেলায় ৬৯০মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

মমিন রশীদ শাইনঃ হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১ অক্টোবর দুর্গাপূজা শুরু। আর পূজাকে সামনের রেখে বগুড়া জেলার ১২ টি উপজেলায় ৬৯০টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে জোরেশোরে। শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। চলছে মন্ডপ সজ্জার কাজও।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এনিয়ে জেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যূাস্ত রয়েছেন মালাকর সহ সাজ-সজ্জাকারীরা।
এবার জেলায় ১০৮ ইউনিয়ন ও ১২টি পৌরসভায় মোট ৬৯০টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এদিকে সময় যতই এগিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। বগুড়া সদর উপজেলায় ১২০টি, গাবতলী উপজেলা ৭৩টি, কাহলু উপজেলায় ৩৬টি, নন্দীগ্রাম উপজেলায় ৪৬টি,শাজাহানপুর উপজেলায় ৫৬টি, শেরপুর উপজেলায় ৯০টি,ধুনট উপজেলায় ২৯টি, সারিয়াকান্দী উপজেলায় ২০টি, সোনাতলা উপজেলায় ৫০টি, শিবগঞ্জ উপজেলায় ৬৩টি ,দুপচাঁচিয়া উপজেলায় ৪২টি,আদমদিঘী উপজেলায় ৬৫টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সাজ-সজ্জার কাজ। মন্ডপ মন্দিরে চলছে প্রতীমার মাটির কাজ। আর কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় জানান, এ বছর জেলার ৬৯০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দিয়ে পূজা সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD