April 25, 2024, 10:35 am

বগুড়ায় কারাবন্দীদের সঙ্গে মাদকবিরোধী মতবিনিময়

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জেল সুপার মনির আহমেদের সভাপতিত্বে জেলা কারাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান, জেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মো. কাওছার রহমান। মতবিনিময় সভায় প্রায় ৯শ’ কারারক্ষী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, মাদক এই সমাজের যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতায় প্রাণনাশের মত ঘটনাও ঘটছে। মাদক সমাজকে পিছিয়ে দিতে, সমাজে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মাদক মানুষের মস্তিষ্কে অসুস্থতার জন্ম দেয়। ফলে সমাজে মাদকের জন্য বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয় মাদক সেবীরা। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ীদের শাস্তিতে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে। যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে তাদের পাশে সরকার দাঁড়াবে।

জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত,ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। তাই মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে সুখী সমৃদ্ধ দেশ গড়ায় সকলকে অংশ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD