March 28, 2023, 2:05 pm
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অভিযানে ৩ লাখ টাকার বাংলাদেশি জাল নোটসহ ২ জন গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
জানা গেছে, জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর ঠেঙাপুর এলাকায় জাল নোট নিয়ে দুজন লোক অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সিনিয়র সহকাী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস অপারেশনাল দল আক্কেলপুর থানার ঠেঙাপুর এলাকা হতে বিকাল সাড়ে তিনটার সময় তাদের কাছে থেকে বাংলাদেশী জাল নোট ৩ লাখ টাকা, নগদ ৪ হাজার ৮শ টাকা, মোবাইল দুইটি, মোবাইল সিমকার্ড ৩টি, স্কুল ব্যাগ একটি, হাত ঘড়ি একটিসহ তাদেরকে গ্রেপ্তার করা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়ার উপজেলার বনতেতুলিয়া আলতাফনগর এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)এবং বোড়াই এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫)।
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাটের আক্কেলপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।