April 26, 2024, 12:04 am

বগুড়ায় রওশন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সিলগালা

ষ্টাফ রিপোর্টারঃ ক্লিনিক- হাসপাতাল কিংবা প্যাথলজি পরিচালনার কোন লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসেরও অনুমোদন নেই। তারপরও চলছিলো বগুড়ার রওশন ডায়াগনস্টিক ও ক্লিনিক। সোমবার সন্ধ্যায় এই ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, বিকেলে শহরের ঠনঠনিয়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এই ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় হাসপাতাল পরিচালনার কোনো লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির। একটি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে যা যা অনুমোদন লাগে তার একটিও নেই এই প্রতিষ্ঠানে। এমনকি রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেসব রি-এজেন্ট প্রয়োজন হয়, তারও মেয়াদ শেষ হয়ে গেছে বছর দুয়েক আগে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এমন অবস্থায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। তার আগে ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD