March 29, 2024, 7:22 am

দুই কিশোরের পেটের ভেতর থেকে উদ্ধার হলো ১৭৫৫ পিস ইয়াবা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে পেটের ভেতর করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দুই কিশোর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। পরে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর থেকে বের করা হয় ১ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. শামীম (১৮) ও মো. খোকন মিয়া (১৮) নামে দুই কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে এরা পেটের ভেতর ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। এরপর এক্স-রে করে তাদের পেটে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিশেষ পদ্ধতিতে সেগুলো বের করা হয়। আটককৃত মোঃ শামিম (১৮) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকসেদপুর চানপুর এলাকার মো. এলাই মিয়ার ছেলে এবং মো. খোকন মিয়া (১৮) একই এলাকার মৃত তাহের মিয়ার ছেলে। ।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে পেটের ভেতর করে মাদক পাচারের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD