March 28, 2023, 1:58 pm
কক্সবাজার প্রতিনিধি : একই স্থানে বিএনপি -আওয়ামীলীগ কর্মসূচি ঘোষণা করায় কক্সবাজারের পেকুয়ায় ১৪৪ ধারা চলেছে। ১৪৪ ধারা জারির পর নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে উপজেলা বিএনপি। তবে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাশকতা ঠেকাতে নেতা-কর্মীদের সঙ্গে সকাল হতে মাঠে রয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
পুলিশ ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে চলছে টহল।
সাংসদ জাফর আলম বলেন, আমাদের কর্মসূচীর স্থলে বিএনপির বিক্ষোভ সমাবেশ ডাকার কারণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এতে আমাদের নেতাকর্মী কিংবা বিএনপির নেতাকর্মীরা যাতে অরাজক কোন পরিস্থিতি করতে না পারে সে দায়বোধ থেকে এলাকায় অবস্থান করেছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলছে। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকার কোথাও মিছিল সমাবেশ হয়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও।