April 26, 2024, 8:25 am

আদমদীঘিতে তিন ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা

আদমদিঘী প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে গুদামে অতিরিক্ত সার, ধান ও চাল মজুদ রাখার অপরাধে পৃথক পৃথক অভিযানে তিন ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে স্বপন স্টোরে অবৈধভাবে ২০ বস্তা ইউরিয়া সার, ২৫ বস্তা ডিওপি সার, ২০ বস্তা এমওপি সার মজুদ রাখার অপরাধে স্বপন স্টোরের মালিক স্বপন হোসেনের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ভ্রাম্যমান আদালত ওই সার গুলো জব্দ করেন। পরে জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশ দেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, ছাতিয়ানগ্রাম ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম মাসুদ, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন উপস্থিত ছিলেন। অপরদিকে গত বুধবার রাতে নশরপুর ইউনিয়নের পুশিন্দা ও মুরইল এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালান। এ সময় পুশিন্দা সরদার পাড়ায় একটি গুদামে ২শ’ বস্তা চাল মজুদ রাখার অপরাধে গুদাম মালিক হিরো আলমের ২০ হাজার টাকা এবং মুরইল বুলু চাউল কলের গুদামে ৫শ’ বস্তা ধান মজুদ রাখার অপরাধে চাউল কল মালিক জাহাঙ্গীর আলমের ১০ হাজার জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD