October 11, 2024, 5:02 am
বেড়া প্রতিনিধিঃ ফুটপাত দখল করে এবং করাতকল প্রচলিত আইন অমান্য করা সহ নিদিষ্ট সময়ে লাইসেন্স ব্যাবহার না করে অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে, পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে মঙ্গলবার বিকেলে আবুল কাশেম,বুলবল, আনিস ও মিকাইল নামে ৪ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোহা.সবুর আলীর নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে বেড়া থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট এর মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।