September 7, 2024, 1:28 pm

বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদ করায় ৭ লাখ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদ করায় মজুমদার এগ্রো লিমিটেডকে ৭ লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত পৌণে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় বাজার পরিদর্শক বগুড়া ও শেরপুরের খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শেরপুর উপজেলার মজুমদার এগ্রো লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD