March 28, 2024, 1:35 pm

জ্বালানির দাম বৃদ্ধি ও দলীয় কর্মীর নিহতের প্রতিবাদে বগুড়ায় শহর বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার রাশেদ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং,পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২২ আগস্ট) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার সহকারে খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবুর রহমান বকুল, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, সোলায়মান আলী, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি। এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জহুরুল ইসলাম ডালু, সহিদুল আলম সঞ্জু, একে আজাদ, আরিফুর রহমান পিন্টু, মাহবুবর রহমান লুলকা, কাউন্সিলর এনামুল হক সুমন, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, আব্দুল মান্নান, হারুন আর রশিদ সাজু, রেজাউল হক, কাউন্সিলর রোস্তম আলী, আঃ কুদ্দুস চাঁন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সহিদ, আইনুর রহমান, মিলন আখন্দ, রশিদুল হাসান তালুকদার লিটন, আঃ জলিল, ফারুক হোসেন, মাহমুদুল হাসান তুহিন, রাজু বাহার, শফিকুল ইসলাম শফিক, মিজানুর করিম মাসুদ, এমদাদুল হক মিলন, মতিয়ার রহমান স্বাধীন, সিবলী সাদিক মানিক, দেলোয়ার হোসেন মুক্তার, আব্দুল খালেক, শহিদুল ইসলাম, কবির হোসেন, সাইফুল ইসলাম, রিপন, শানবির আহমেদ শয়ন, আফজাল শেখ নাহিদ, হাবিবুর রহমান রজিব, মানিউর রহমান মানু, নয়ন, এনামূল হক, মাফুজার, শামিম, মানিক, হোসেন আলী প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন এখনো সময় আছে, আপনি জনগণের কাছে ক্ষমা চেয়ে নিন। নইলে সাধারণ মানুষ আর ঘরে বসে থাকবো না, জনগণকে সঙ্গে নিয়েই এ সকল অন্যায়ের জবাব আমারা রাজপথে দেব। তখন আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। এসময় অবৈধ সরকারের পদত্যাগ আন্দোলনে সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD