May 8, 2024, 2:04 am

News Headline :
রবীন্দ্র দর্শনের প্রধান বিষয় বিশ্বমানবতাবোধ ও মানুষে মানুষে মিলন: প্রধানমন্ত্রী রাত পোহালেই বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন বেশি জমজমাট হবে : সিইসি গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচন ব্রিফিং অনুষ্ঠিত সৈয়দপুরে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান বগুড়ায় ৩২ টাকা কেজি ধান ও ৪৫ কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ ভোটের একদিন আগে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত বগুড়া-নাটোর মহাসড়কে যেখানেই ট্রাক পার্কিং সেখানেই দেওয়া হচ্ছে মামলা ৭০০ বছরের পুরোনো গির্জাকে মসজিদ বানালেন এরদোয়ান টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

গ্রিস-তুরস্ক সীমান্তে দ্বীপ থেকে ৩৮ অভিবাসী উদ্ধার

যমুনা নিউজ বিডিঃ  তুর্কি-গ্রিস সীমান্তবর্তী নামহীন ছোট এক দ্বীপ থেকে ৩৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতীসহ ৯ নারী ও ৮ শিশু রয়েছে। সোমবার তাদের অবস্থান শনাক্ত করার পর উদ্ধার করে গ্রিসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে। গ্রিসের অভিবাসনমন্ত্রী বলেন, দলটির সবাই ভালো আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা জুলাইয়ের মাঝামাঝি থেকে এভ্রোস নদী সংলগ্ন দ্বীপে ছিলেন। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংস্থার মতে, গ্রিক শহর লাভারার কাছে অবস্থিত ছোট দ্বীপে অন্তত এক শিশু মারা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি গ্রিস পুলিশ। উদ্ধার হওয়াদের সবাই সিরিয়ার বলে পরিচয় দিচ্ছে।  খবর পেয়ে অভিবাসনমন্ত্রী মিতারাচি মঙ্গলবার (১৬ আগস্ট) ইভ্রোস অঞ্চল পরিদর্শন করেছেন। শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত না করলেও, নিয়ম অনুযায়ী দাফন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
খবর বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD