April 19, 2024, 3:40 pm

জাতীয় শোক দিবসে বগুড়া শজিমেক হাসপাতাল এর যৌথ কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার:১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল,বগুড়া এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সামিয়া ইসলাম গ্যালারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল এবং শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোহাম্মদ মহসিন ।প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ,বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ মজিবর রহমান মজনু এ প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শজিমেক এর উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার সরকার, উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল। আলোচনা সভায় কলেজ ও হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ সুরজিৎ কুমার সরকার তিতাস। আরো বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আশরাফুল আলম, চক্ষ ুবিভাগের অধ্যাপক ডাঃ রিপন কুমার সরকার, ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক, সার্জারী,হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ জাকারিয়া রানা, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রোকনুজ্জামান সোহাগ। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আতিকুর রহমান আসিফ ও ডাঃ মোফাজ্জল হোসেন রনিসহ প্রমুখ।আলোচনা সভায় বক্তারা ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা প্রদর্শনপূর্বক সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সভাপতি অধ্যক্ষ ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল তাঁর বক্তব্যে বাংলাদেশকে একটি সত্যিকারের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালনের মধ্য দিয়ে দেশকে সুন্দর আগামীর পথে এগিয়ে নেওয়ার আহবান জানান । সকাল ১০:৩০ ঘটিকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।সোমবার বাদ জোহ্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD