December 1, 2023, 1:22 pm
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া খোলাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর ইসলাম ওই গ্রামের আছাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শাহিনুর বাড়ির পাশের জমিতে মাছ ধরার জন্য সেচ পাম্প চালু করতে বিদ্যুৎসংযোগ দিতে যান। এসময় বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদ উদ্দিন শহীদ বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি মারা যায়।