December 2, 2023, 8:06 am

নড়াইলে হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।  রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং ২ মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান আছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’ গত ১৬ জুলাই রাতে ধর্ম অবমাননার অভিযোগে দিঘলিয়া গ্রামের সালাহ উদ্দীন কচি বাদী হয়ে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি ৩ দিনের রিমান্ডে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD