December 1, 2023, 11:12 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে এক অটোভ্যান চালকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২৪ বছর বয়সী ওই ভ্যান চালকের নাম মোঃ মামুন। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে শনিবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টায়েরেপাড়া গ্রাম ঘটনাটি ঘটে। সেখানে স্থানীয় এক মুদির দোকনে মামুনকে পিটিয়ে আহত করা হয়।
পুলিশের দাবি, গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মামুনের সাথে খোকন নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। রাতে খোকন লোহার জিআই পাইপ দিয়ে মামুনের মাথার বাম পাশে আঘাত করে। এসময় স্থানীয়রা মামনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুন টায়েরপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামা সাকিনের ছেলে ও অভিযুক্ত খোকন ওই এলাকারই বাসীন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম।
তিনি জানান, নিহতের লাশ শজিমেক হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি তবে অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।