October 4, 2024, 11:53 am

বগুড়া লাহিড়ী পাড়ায় রাতের আঁধারে বিষ প্রয়োগে পাঁচশত মুরগী নিধন খামারীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় তরুন উদ্যোক্তা আবু হানিফের দেশি মুরগীর খামারে বিষ প্রয়োগে পাঁচশত মুরগী নিধন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির সম্মুখিন খামারী।
গত ২৮.৬.২০২০ইং তারিখে বগুড়া সদর থানাধীন লাহিড়ীপাড়া ইউনিয়নের যুগায়পুর উত্তরপাড়া গ্রামে মৃত আবু বক্কর সিদ্দিক মাস্টারের ছেলে মোঃ আবু হানিফের দেশি মুরগির ফার্মে রাতের অন্ধকারে পুর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা ফার্মের নেট কেটে ভিতরে প্রবেশ করে বিষ প্রয়োগ করে পাঁচশত মুরগি নিধন করে। এতে করে ফার্মের মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। খামারী জানায় ঋণ নিয়ে সে খামারটি গড়ে তুলেছিল। তবে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে । এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে । এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবু হানিফের স্ত্রী। বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD