December 3, 2023, 7:53 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার কৃতি সন্তান জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক, প্রত্নতাত্ত্বিক গবেষক, লেখক, সাংস্কৃতিক কর্মী, স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত এবং ভারতের পদ্মশ্রী পদক প্রাপ্ত প্রফেসর ড. এনামুল হক এর প্রতি শুক্রবার বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। এসময় প্রশাসনের কর্মকর্তারা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার (১০ জুলাই) রাজধানীতে নিজে বাসভবনে মারা যান ড. এনামুল হক। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজলার ভেলুরপাড়াতে ড. এনামুল হক ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার বাদ জুমা সর্বশেষ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।