December 1, 2023, 12:35 pm
ষ্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বগুড়া পৌর এলাকার অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া পৌরসভা চত্বরে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সংরতি ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ শাহিনুর শানু, বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, হিসাব রণ কর্মকর্তা ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, বগুড়া পৌর এলাকার ২১টি ওয়ার্ডের জন্য ৪ হাজার ৬২১ কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২১ মেট্রিক টন ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চালগুলো অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে। খবর বিজ্ঞপ্তি।