April 26, 2024, 12:35 am

জুতার দুর্গন্ধ দূর করার টিপস

যমুনা নিউজ বিডিঃ  ভ্যাপসা গরমে পা ঘেমে ব্যাকটেরিয়া জন্মে। এর ফলে দুর্গন্ধ হয়ে যায় জুতা ও মোজায়। মোজা খোলা মাত্র দুর্গন্ধ বেরিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে আমাদের। জেনে নিন এ ধরনের পরিস্থিতি এড়াতে কী করবেন।

জুতা সবসময় শুষ্ক স্থানে রাখুন। তবে পর্যাপ্ত বাতাস যেন চলাচল করে সেখানে। জুতা, মোজা ও ইনসোল নিয়মিত ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। মোজা পরার আগে পায়ের পাতায় ট্যালকম পাউডার লাগিয়ে নিন। ঘাম কম হবে। পাশাপাশি পাউডার সুরভিত রাখবে পা দুটোকে।  জুতা খোলার পর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন ভেতরে। পরদিন শুকনা কাপড় দিয়ে মুছে তারপর পরুন জুতা।
ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা হলে ঘণ্টাখানেকের জন্য রেখে দিন জুতার ভেতরে। কমলার খোসা টুকরো করে জুতার মধ্যে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD