April 24, 2024, 3:46 pm

এবার বিমানে চড়েই গায়ানা গেল বাংলাদেশ দল

যমুনা নিউজ বিডিঃ সেন্ট লুসিয়া টেস্ট শেষে টি টোয়েন্টি ম্যাচ খেলতে ডোমেনিকায় যাওয়ার পথে এক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয় বাংলাদেশ দল। উত্তাল সমুদ্রে ফেরিতে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটাররা। এরপরই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সেই আলোচনা-সমালোচনার মুখে এবার আর ফেরি করে ডোমিনিকা থেকে ফিরতে হয়নি মাহমুদউল্লাহদের। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে বিমানে করেই ডোমিনিকা থেকে গায়ানায় ফিরলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। ওই ম্যাচের আগে সোমবার (৪ জুলাই) ডোমিনিকা ছাড়ল মাহমুদউল্লাহর দল।

এদিকে সেন্ট লুসিয়ায় টেস্ট সিরিজে বাজে ভাবে হারের পর ডোমেনিকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়ানদের কাছে ৩৫ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাই, দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিকোলাস পুরানের দল। অন্তত মান বাঁচাতে হলেও শেষ ম্যাচে জয় চাই বাংলাদেশের। তাহলে অন্তত ড্র নিয়ে শেষ করতে পারবে টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD