April 19, 2024, 1:41 pm

বগুড়ার জলেশ্বরীতলায় পুলিশের বিশেষ অভিযান

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত শহরে জলেশ্বরীতলাসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এসময় বগুড়া সদর থানার ওসি তদন্ত জাহিদুল হকসহ থানা ও ডিবি পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। এছাড়াও ট্রাফিক পুলিশের দুইজন সার্জেন্ট অভিযানে মটোরযান আইনে মামলা পরিচালনায় সহযোগিতা করেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। শহরের জলেশ্বরীতলার জেলখানার মোড়,কালি মন্দির মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ ও সেউজগাড়ি আমতলী মোড়ে অভিযান চালানো হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ১০ টি মোটরসাইকেলে মামলা দেয় পুলিশ । পাশাপাশি একটি মোটরসাইকেলে কোনরকম কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের এই অভিযান। ঈদের আগে ও ঈদের পরেও এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD