April 26, 2024, 11:58 pm

কটিয়াদীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

যমুনা নিউজ বিডিঃ শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগবেতাল গোপীনাথ জিউর মন্দিরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ উৎসবের শেষ হবে ৯ জুলাই শনিবার উল্টোরথের মধ্যদিয়ে। করোনার জন্য গত দু’বছর রথযাত্রা উৎসব হয়েছে সীমিত পরিসরে। এবার রথযাত্রা উৎসব হচ্ছে মহা-সমারোহে।
রথযাত্রা উৎসবে উপলক্ষে আজ বিকালে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে রথযাত্রার শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূইয়া, সাংবাদিক ও মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি বেনী মাধব ঘোষ. গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন চক্রবর্ত্তী, সাংবাদিক ও সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপীনাথ জিউর মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক দুলাল বর্মণ।

জনশ্রুতি আছে, ১৪৮৫ খ্রিস্টাব্দে গোপীনাথ জিউর রথের গোড়াপত্তন করেন স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায়। পরবর্তীতে আখড়ায় ২শ একর জমি দান করেন বাংলার বার ভূইয়ার অন্যতম ঈশা খাঁ। তবে মন্দিরের গোড়াপত্তন কে করেছিলেন এ ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। রথ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হাজরো ভক্তের আগমনে মিলন মেলায় পরিণত হয়। মন্দির এলাকায় বসে লোকজ মেলা। বিভিন্ন ধর্মালম্বী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে রথের মেলা। মেলার মূল আকর্ষণ বিভিন্ন ফল এবং পাখির পসরা। বিকাল ৩টার পর ধর্মীয় আচারাণাদি শেষে, হিন্দু রমনীদের অবিরাম উলুধ্বনির সাথে শুরু হয় রথযাত্রা। মন্দিরের নিজস্ব এক কিলোমিটার পথ দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ বিশালাকৃতির রথকে পাটের দড়ির সাহায্যে টেনে নিয়ে যাবে শুভদ্রার পিত্রালয়ে। যা দেশের অন্যতম দূরপাল্লার রথযাত্রা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD