April 20, 2024, 12:58 pm

জর্ডানের বন্দরে ক্লোরিন গ্যাস লিকেজ, নিহত ১৩

যমুনা নিউজ বিডিঃ   জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আকাবায় বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, জিবুতিতে পাঠানোর সময় ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংকার ক্রেন থেকে জাহাজে পড়ে লিক হয় এবং আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়ার পর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অসুস্থদের মধ্যে ১৯৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্দর এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আবাসিক এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ক্লোরিন গ্যাস ভর্তি কনটেইনার ক্রেনের মাধ্যমে ওপরের দিক উঠানো হচ্ছিল। কিন্তু ক্রেন থেকে কনটেইনার জাহাজের ওপর পড়ে যায়। এরপর কনটেইনার থেকে উজ্জ্বল হলুদ গ্যাস ছড়িয়ে পড়তে দেখা যায়। নিরাপত্তার জন্য লোকজন এদিক-ওদিক ছুটতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD