April 24, 2024, 8:10 am

বুড়িচংয়ে ভারেল্লা উত্তর ইউনিয়নের পানি বন্দী মানুষের মাঝে চাল বিতরণ 

সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে বন্যার পানিতে বন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা হিসেবে প্রাপ্ত  তিন মেট্রিক টন চাল ইউনিয়নের রামচন্দ্রপুর ও কুসুমপুর গ্রামের পানিবন্দী মানুষদের মধ্যে ১৫০ জনকে ২০ কেজি করে  চাল বিতরন করা হয়। এসময় সাথে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ছামিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার, ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ সহ আরো অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ভারেল্লা উত্তর ইউনিয়নের রাইসমিল হতে পরিবেশ দূষন, খাল ভরাট হয়ে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করেন। এবং ভারেল্লা উত্তর ইউনিয়নের একজন সফল উদ্যোক্তার ড্রাগন ফল চাষের জমি পরিদর্শন করা হয়। তাকে এ কাজে উৎসাহ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন তরুন সমাজের জন্য তিনি(ড্রাগন চাষী) আইডল হিসেবে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD