July 4, 2022, 5:22 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জুন) রাত পৌণে ৮টার দিকে দক্ষিণ কাটনারপাড়ার প্রেসপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়ার তোতা মিয়ার ছেলে ২৭ বছর বয়সী রফিকুল ইসলাম ও দক্ষিণ কাটনারপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে ৩৮ বছর বয়সী আসিফদৌলা তানা।
বিষয়গুলো নিশ্চিত করেছেন, ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ। তিনি জনান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।