October 13, 2024, 2:07 am
সারিয়াকান্দী প্রতিনিধি ঃ নাযমুনউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতে বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে, এ এলাকায় যমুনার পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ২ টি প্রাথমিক বিদ্যালয়, ৭২৬ হেক্টর ফসলি জমিতে বন্যার পানি প্রবেশ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৮৭টি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মধ্যে পড়বে।