October 13, 2024, 2:07 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ৫২ সে.মি. ওপরে

সারিয়াকান্দী প্রতিনিধি ঃ নাযমুনউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতে বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে, এ এলাকায় যমুনার পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ২ টি প্রাথমিক বিদ্যালয়, ৭২৬ হেক্টর ফসলি জমিতে বন্যার পানি প্রবেশ করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৮৭টি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মধ্যে পড়বে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD